শুক্রবার ১০ মে ২০২৪

সম্পূর্ণ খবর

ABHISHEK: দেশ থেকে কলকাতা হাইকোর্ট তুলে দেওয়া উচিত: অভিষেক

Sumit | ২৫ এপ্রিল ২০২৪ ১৮ : ৪৩


আজকাল ওয়েবডেস্ক: কলকাতা হাই কোর্টের বিচারপতিদের সঙ্গে বিজেপির যোগসাজশ রয়েছে। তাই দেশ থেকে কলকাতা হাইকোর্ট তুলে দেওয়া উচিত। এসএসসি দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টের রায় নিয়ে এমনই দাবি করলেন অভিষেক ব্যানার্জি। তাঁর অভিযোগ, ক্রিকেটে যেমন ম্যাচ ফিক্সিং হয়, তেমনি বিজেপি কোর্ট ফিক্সিং করছে। তাদের পরিকল্পনা অনুসারে হাই কোর্টের বিচারপতিরা একের পর এক রায় দিচ্ছেন। এটা দুর্ভাগ্যজনক। এদিন অভিষেক বলেন, এসএসসি মামলা যে বিচারপতি শুনছিলেন তিনি এখন বিজেপির প্রার্থী। তিনি বিচারপতি থাকাকালীন বলেছেন, বিজেপি তাঁর সঙ্গে যোগাযোগ রেখেছিল এবং তিনিও বিজেপির সঙ্গে যোগাযোগে ছিলেন। সেই বিচারপতি যদি বিজেপিতে যান তাহলে তো দেশ থেকে হাই কোর্টই তুলে দেওয়া উচিত। অভিষেক আরও বলেন, আদালত বলছে, কয়েক জন প্যানেলের বাইরে থেকে চাকরি পেয়েছেন, তাই পুরো প্যানেলটাই বাতিল। তাহলে সেই যুক্তি অনুযায়ী একজন বিচারপতি বিজেপিতে যোগদান করেছেন, অর্থাৎ সব বিচারপতিই বিজেপি হয়ে গিয়েছেন। আদালতের যুক্তিতে তাই হচ্ছে।   



বিশেষ খবর

নানান খবর

রজ্যের ভোট

নানান খবর

সোশ্যাল মিডিয়া