আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার চণ্ডীগড়ে পঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএলের প্রথম ম্যাচে নামবে কলকাতা নাইট রাইডার্স।
এই দুই দলের সাক্ষাৎ মানেই যেন বীর-জারার লড়াই। তবে ফ্রাঞ্চাইজি লিগের প্রথম ম্যাচে নামার আগে খুব একটা স্বস্তিতে নেই নাইট শিবির। চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গিয়েছেন শ্রেয়স আইয়ার। তাঁর অনুপস্থিতিতে অধিনায়ক করা হয়েছে নীতিশ রানাকে। ঘরোয়া ক্রিকেটে দিল্লিকে নেতৃত্ব দিয়েছেন ঠিকই, কিন্তু সেটা আর আইপিএল এক নয়। তাই কঠিন চ্যালেঞ্জের মুখে এই তরুণ নেতা। কেকেআরের অন্দরমহলের খোল-নলচে বদলে গিয়েছে। অধিনায়কের পাশাপাশি কোচও বদলেছে। ব্রেন্ডন ম্যাকালামের জায়গায় দায়িত্ব নিয়েছেন চন্দ্রকান্ত পণ্ডিত। এবার স্থানীয় কোচ এবং ক্রিকেটারদের ওপর বেশি নির্ভর করছে নাইট শিবির। বিশেষ করে ব্যাটিংয়ের ক্ষেত্রে। সেইভাবে কোনও বিদেশি বড় নাম নেই ব্যাটারদের তালিকায়। মোহালিতে শুক্রবার বৃষ্টি হয়েছে। আজও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সেই নিয়ে ভাবিত নয় দুই শিবিরই। তবে কয়েকজন তারকাকে না পাওয়া চিন্তায় রাখবে। পঞ্জাব পাবে না লিভিংস্টোন এবং রাবাডাকে। তেমনই কেকেআর পাবে না দুই বাংলাদেশি ক্রিকেটার শাকিব আল হাসান এবং লিটন দাসকে। নাইটদের প্রধান সমস্যা ওপেনিং। আগের বছর একাধিক কম্বিনেশন পরোখ করেও সঠিক জুটি খুঁজে পাওয়া যায়নি। এবার ওপেনিংয়ে ভেঙ্কটেশ এইয়ারের সঙ্গে রহমতুল্লা গুরবাজকে দেখা যেতে পারে। কেকেআরের দুই সেরা অস্ত্র আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন। অন্যদিকে রেকর্ড অঙ্কে স্যাম কারনকে নিয়েছে পঞ্জাব। তাই মোহালিতে রাসেল-কারন দ্বৈরথ জমে উঠতে পারে। কেকেআরের মিডল অর্ডার সামলাতে হবে ভারতীয়দের। ব্যাট এবং বল হাতে শার্দূল ঠাকুর গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। সবমিলিয়ে নতুন মোড়কে অ্যাসিড টেস্টের মুখে নাইটরা।