Bollywood: গত সপ্তাহেই পাশে বসিয়ে যত্ন করে খাওয়ালেন, পরের সপ্তাহেই প্রদীপদা নেই? বাকরুদ্ধ কঙ্গনা

সংবাদসংস্থা, মুম্বই: বাঙালিদের যত্ন-আত্তির ভঙ্গিমাটাই ভিন্ন।

আন্তরিক, উষ্ণতায় মাখামাখি আতিথেয়তা। গত সপ্তাহে দেখা হওয়ার পরে সেই অভ্যর্থনাই পেয়েছিলেন কঙ্গনা রানাউত। টেবিলজুড়ে থরে বিথরে রকমারি খাবার সাজানো। গৃহকর্তা তাঁকে পাশে বসিয়ে মমতা ভরে জানতে চাইছে, নায়িকার কোন পদ পছন্দ? এক সপ্তাহের মধ্যে সেই দিলদরিয়া মানুষটাই নেই! প্রদীপ সরকারের মৃত্যুতে তাই বাকরুদ্ধ তাঁর বড় পর্দার ‘নটী বিনোদিনী’। বড় সধা করে বছরের শুরুতে কঙ্গনা ঘোষণা করেছিলেন, তিনিই প্রদীপ সরকারের ‘নটী’। কথা অনুযায়ী অক্টোবর থেকে শ্যুট শুরুর কথা ছিল। এক ধাক্কায় সবটাই এলোমেলো। কঙ্গনার আর ‘নটী’ সাজা হল না!

 

আরও পড়ুন: Tollywood: ধূমপান নিষিদ্ধ! প্রদীপদার আফসোস, এভাবে কি বেঁচে থাকা যায়: টোটা

প্রদীপ সরকারের স্মরণে টুইটারে শুক্রবার একটি ভিডিয়ো ভাগ করে নেন কঙ্গনা। ক্যাপশনে লিখেছেন, “প্রদীপদার সঙ্গে আমার শেষ খাওয়া। তিনি জানতেন আমি বাঙালি খাবার পছন্দ করি। তাই রকমারি বাঙালি খাবার আমার জন্য ব্যবস্থা করেছিলেন। এটি ছিল ‘নটী বিনোদিনী’র প্রস্তুতি বৈঠক। তারপরেই এমন একটি ভয়ঙ্কর খবর! আমি একেবারে বিপর্যস্ত। এই মর্মান্তিক সত্যি মেনে নিতে পারছি না।”

কঙ্গনা বারেবারে মনে করেছেন প্রবীণ পরিচালকের আতিথেয়তার কথা। তিনি পরিচালকের কাজের একনিষ্ঠ ভক্ত ছিলেন। তাই তাঁর সঙ্গে কাজের কথা উঠতেই প্রচণ্ড উল্লসিত। সেই আশা যে এভাবে শুরুর আগেই শেষ হয়ে যাবে একবারের জন্যও ভাবতে পারেননি। তাই কঙ্গনা অন্যদের থেকে বোধহয় একটু বেশিই মানসিক আঘাত পেয়েছেন।

 

আকর্ষণীয় খবর