JEE: ‌‌‌২৬ দিনের মাথায় প্রকাশিত জয়েন্টের ফল 

আজকাল ওয়েবডেস্ক:‌ প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল।

ফল ঘোষণা করেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগ্‌জামিনেশন বোর্ড (ডব্লিউবিজেইইবি)-এর সভাপতি মলয়েন্দু সাহা। গত ৩০ এপ্রিল হয়েছিল পরীক্ষা। ২৬ দিনের মাথায় হল ফলপ্রকাশ। এবার প্রথম হয়েছে মহম্মদ সাহিল আখতার, রুবির দিল্লি পাবলিক স্কুলের পড়ুয়া সে। পড়ুয়ারা নিজের র‌্যাঙ্ক কার্ড বিকেল ৪টে থেকে দেখতে পারবেন বোর্ডের ওয়েবসাইটে। সেখানে প্রাপ্ত নম্বর, জিএমআর, পিএমআর জানতে পারবেন পড়ুয়ারা। এবছর জয়েন্টে বসেছিল ৯৭ হাজার ৫২৪ জন। সফল ৯৬ হাজার ৯১৪ জন। পাশের হার ৯৯.৪ শতাংশ। এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে কৃতকার্য হয়েছেন ৭২ শতাংশ পরীক্ষার্থী। বাকি ২৮ শতাংশ অন্য রাজ্যের। 
এবার জয়েন্টে দ্বিতীয় হয়েছে সোহম দাস। সেও রুবির দিল্লি পাবলিক স্কুলের পড়ুয়া। প্রথম ও দ্বিতীয় হয়েছে একই স্কুলের পড়ুয়া। তৃতীয় বাঁকুড়ার বঙ্গ বিদ্যালয়ের সারা মুখোপাধ্যায়। চতুর্থ হয়েছে মেদিনীপুর কলেজিয়েট স্কুলের সৌহার্দ্য দণ্ডপাত। পঞ্চম হয়েছে হেমশিলা মডেল স্কুল, দুর্গাপুরের অয়ন গোস্বামী। ষষ্ঠ হয়েছে সোদপুর নারায়ণ স্কুলের অরিত্র অম্বুধ দত্ত। সপ্তম হয়েছে রাজস্থানের কোটার মা ভারতী সিনিয়র সেকেন্ডারি স্কুলের কিন্তন সাহা। অষ্টম বাঁকুড়া জেলা স্কুলের সাগ্নিক নন্দী। নবম হয়েছে রাজস্থানের কোটার দিশা ডেলফি পাবলিক স্কুলের রক্তিম কুণ্ডু। দশম কাটোয়ার হোলি অ্যাঞ্জেল স্কুলের শ্রীরাজ চন্দ্র। এবারের মেধাতালিকায় রাজ্যের বোর্ডের থেকে স্থান পেয়েছে তিনজন। বাকি সাতজনের মধ্যে একজন আইসিএসই এবং ছয়জন সিবিএসই বোর্ড থেকে পাশ করেছে। 
 

আকর্ষণীয় খবর