Bollywood: রুপোলি পর্দায় রামধনু! ৭ ছবির ঘোষণায় পরিচালক-প্রযোজক রাজ শান্ডিল্য

সংবাদসংস্থা, মুম্বই: রাজ শাণ্ডিল্য ও বিমল লাহোতি সাত স্বাদের বিভিন্ন ধারার হিন্দি ছবি উপহার দিতে চলেছেন।

প্রতিটি ছবিতে কৌতুক, প্রেম, নাটকীয়তা, আবেগ এবং গান ওতপ্রোত ভাবে জুড়ে থাকবে। খবর, বলিউডের প্রথম সারির বিভিন্ন অভিনেতা এবং প্রযোজক এই ছবিগুলোয় থাকবেন। সহায়তায় ‘থিঙ্কইঙ্ক পিকচার্স’। যেখানে কেবলমাত্র বিষয়সমৃদ্ধ ছবিই বানানো হয়। ইদানিং বিষয়নির্ভর ছবির চাহিদা বেশি। নানা ধরনের বিষয় নিয়ে পরীক্ষানিরীক্ষাও চলছে। এই স্টুডিয়ো সেদিকেই বেশি জোর দিচ্ছে।

ঘোষণার পরে রাজ এবং বিমল বলেছেন, “আমরা এই ক্যালেন্ডার ঘোষণা করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমাদের লেখক এবং সৃজনশীল দল প্রচণ্ড পরিশ্রম করছেন। আমরা আমাদের সাধ্যমত দর্শকদের মনোরঞ্জনের চেষ্টা করব।”

আরও পড়ুন: Bollywood: কলকাতার ফুচকা আর চা লা-জবাব, ‘জরা হটকে জরা বাচকে’র প্রচারে জানালেন সারা

৭টি চলচ্চিত্রের তালিকা নিম্নরূপ-

• রামলালি- জাতীয় পুরস্কার বিজয়ী ওমুং কুমার পরিচালিত। তিনি অতীতে "মেরি কম" এবং "সরবজিৎ" এর মতো ছবি উপহার দিয়েছেন।

• গুগলি- সঞ্জয় গাধাভি এই ছবিটি পরিচালনা করবেন। তিনি "ধুম ১" এবং "ধুম ২" ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজির পরিচালক।

• আরবি কল্যাণম- শ্রী নারায়ণ সিং পরিচালনা করবেন। তিনি অতীতে ‘টয়লেট: এক প্রেম কথা’-এর মতো সিনেমা পরিচালনা করেছেন।

• কেমিক্যাল ইন্ডিয়া- জয় বসন্তু সিং পরিচালনা করবেন। তাঁর প্রথম ছবি "জনহিত মে জারি"। ছবিটি দর্শক-সমালোচক প্রশংসিত।

• কন্যাকুমার- পরিচালনায় রাজীব ধিংরা। "লাভ পাঞ্জাব" সিনেমার জন্য তিনি সেরা নবাগত পরিচালকের পুরস্কার পেয়েছেন।

• লড়কিওয়ালে লড়কেওয়ালে- পরিচালনায় রোহিত নায়ার। এটি তাঁর প্রথম ছবি।

• কোয়াক শম্ভু- পরিচালনায় অনিন্দ্য বিকাশ দত্ত। এটি তাঁর প্রথম ছবি।

 

 

 

 

 

আকর্ষণীয় খবর