Howrah Station: ‌‌বেআইনিভাবে ভারতে প্রবেশ করা দুই বাংলাদেশি মহিলা গ্রেপ্তার হাওড়া স্টেশনে

আজকাল ওয়েবডেস্ক:‌ ‌‌বেআইনিভাবে ভারতে প্রবেশ করা দুই বাংলাদেশি মহিলা গ্রেপ্তার হাওড়া স্টেশনে।

বৃহস্পতিবার দুপুরে হাওড়া রেল স্টেশনের ওল্ড কমপ্লেক্সে দুই মহিলাকে ঘুরতে দেখে সন্দেহ হয় ‘রেলওয়ে প্রোটেকশন ফোর্স’ (আরপিএফ) কর্তাদের। দুই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে আরপিএফ। জানা গেছে, দুই মহিলা বাংলাদেশের খুলনার ফুলবাড়ী ঘাট মিরারডাঙ্গার বাসিন্দা। একজনের নাম রানু বেগম (‌২৮)‌, অপরজন প্রিয়া খাতুন (‌২৬)‌। দুই মহিলাই বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়াই ভারত–বাংলাদেশের মহদীপুর–সোনা মসজিদ আন্তর্জাতিক সীমান্ত থেকে মালদায় প্রবেশ করে। 
জানা গেছে দুই মহিলা কাজের জন্য বাংলাদেশ থেকে ভারতে এসেছিল। উদ্দেশ্য ছিল হাওড়া স্টেশন থেকে ট্রেনে বেঙ্গালুরু যাওয়ার। ধৃত দুই মহিলার থেকে মোবাইল ছাড়াও নগদ টাকা উদ্ধার হয়েছে। ধৃতদের শুক্রবার হাওড়া জেলা আদালতে তোলা হয়। 

‌‌


 

আকর্ষণীয় খবর