আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের নওদা থানা এলাকায় এক তৃণমূল কংগ্রেস কর্মীকে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার রাতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নওদা থানার পুলিশ।
ধৃত ব্যক্তির নাম হাসানুর শেখ। শুক্রবার ধৃতকে বহরমপুর আদালতে পেশ করা হবে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার মুর্শিদাবাদের নওদা ব্লকের রাজপুর গ্রামে একটি নতুন রাস্তা তৈরি করার পরিকল্পনা নিয়ে দু’দল গ্রামবাসীর মধ্যে বিবাদ বাধে। একে অন্যকে লাঠি, ইট, বাঁশ নিয়ে আক্রমণ করার অভিযোগ ওঠে। ঘটনায় গুরুতর আহত হন মনিরুল মুন্সি নামে এক ব্যক্তি। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে মনিরুল মারা যায়। প্রশাসন সূত্রে জানা গেছে, নওদা ব্লকের সুতি নদীর ধার দিয়ে স্থানীয় কিছু বাসিন্দা নিজেদের কাজের সুবিধার জন্য একটি রাস্তা তৈরি করার পরিকল্পনা করছিলেন। রাস্তা তৈরীর ব্যয়ভার কে বহন করবে এবং কত টাকা চাঁদা দেওয়া হবে তা নিয়ে দু’দল গ্রামবাসীর মধ্যে বৃহস্পতিবার বিবাদ বাধে। সেই সময় তারা একে অপরের ওপর হামলা চালায়। এদিকে, ধৃত হাসানুর শেখের কাছ থেকে কোনও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি বলে জানিয়েছে পুলিশ।