আজকাল ওয়েবডেস্ক: তিলজলার পর গাজোলেও সংঘাতে জড়াল রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশন এবং জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশন।
তিলজলা কাণ্ডে সেখানকার থানার ওসির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো। পাল্টা রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারম্যান সুদেষ্ণা রায়। জানা গিয়েছে, তিলজলা কাণ্ডের পর রাজ্যকে না জানিয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনের দল। উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যানও।
সেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারম্যান সুদেষ্ণা রায়। তাঁকেও অপমান করে কার্যত ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় বলে জানিয়েছেন সুদেষ্ণা। সেই ঘটনার পর শনিবার গাজোলে ফের মুখোমুখি হয় দুই দল। এদিন আগে পৌঁছান সুদেষ্ণা। ছাত্রী ধর্ষণের ঘটনায় এদিন নির্যাতিতার বাড়ির সামনে পৌঁছায় দুই দল। পরিবারের লোকের সামনেই সংঘাতে জড়িয়ে পড়েন তাঁরা। ঘটনাস্থলে ছিলেন এলাকার বিজেপি বিধায়ক এবং কর্মীরাও। পরে তৃণমূল কর্মীরা পৌঁছলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।