আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশের সহযোগিতায় প্রায় এক বছর তিন মাস পর হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজে পেলেন ভাসাইপাইকর গ্রামের এক দম্পতি।
উদ্ধার হওয়া ওই কিশোরের নাম সোহেল শেখ (১৫)।
গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সামশেরগঞ্জ থানার আধিকারিকরা ওই কিশোরকে হাওড়ার লিলুয়ার একটি হোম থেকে উদ্ধার করেন। শুক্রবার সোহেলকে বহরমপুরে চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে নিয়ে আসা হয় কাউন্সেলিংয়ের জন্য। কমিটির নির্দেশ মতো পরবর্তী পদক্ষেপ করবে সামশেরগঞ্জ থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় এক বছর তিন মাস আগে ভাসাইপাইকর গ্রামের আরও কয়েকজন যুবকের সঙ্গে কলকাতায় রাজমিস্ত্রির কাজ করতে এসেছিল সোহেল। ঠিকাদারের সঙ্গে মনোমালিন্য হওয়ায় আচমকাই কাজ ছেড়ে নিরুদ্দেশ হয়ে যায় সোহেল। বাড়ির সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরিবারের তরফে থানায় এফআইআর করা হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, সোহেলের বিষয়ে কিছু তথ্য দিয়ে তাঁর বাড়িতে একটি ফোন এসেছিল। সেই ফোন নম্বরের সূত্র ধরে তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে সোহেল হাওড়ার সালকিয়াতে রয়েছে। পুলিশ খোঁজখবর শুরু করেছে জানতে পেরেই সালকিয়ার ওই পরিবার সোহেলকে লিলুয়ার একটি হোমে রেখে আসে। সামশেরগঞ্জ থানার পুলিশ সোহেলকে সেই হোম থেকেই উদ্ধার করে।
সোহেলকে উদ্ধার করে নিয়ে আসার পর তাঁর অসংলগ্নতা পেয়েছে পুলিশ।