Abhishek Banerjee: ব্যক্তিগত ভাবে চেনেন না অভিষেককে, জেরায় জানালেন কুন্তল

আজকাল ওয়েবডেস্ক: অভিষেককে চেনেন না ব্যক্তিগত ভাবে।

সূত্রের খবর, সিবিআই জেরায় তেমনটাই দাবি করেছেন কুন্তল ঘোষ। এদিকে কুন্তল-মন্তব্য নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ আচমকা দাবি করেছিলেন, অভিষেকের নাম নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে তাঁকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে নিম্ন আদালতে চিঠি দিয়েছিলেন, একই সঙ্গে অভিযোগ জানিয়েছিলেন হেস্টিংস থানাতেও। 

কুন্তলের চিঠি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন প্রয়োজনে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিষেক ব্যানার্জি এই নির্দেশকে চ্যালেঞ্জ করে গিয়েছিলেন সুপ্রিম কোর্টে। সুপ্রিম নির্দেশে মামলার বেঞ্চ বদল হয়। তবে বিচারপতি অমৃতা সিনহাও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল রেখেছিলেন। এর মধ্যেই শনিবার অভিষেককে ৯ঘন্টা ৪০ মিনিট জিজ্ঞাসাবাদ করে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নোটিসে তৃণমূলে নবজোয়ার কর্মসূচি মাঝপথে থামিয়ে এসে হাজিরা দিয়েছিলেন অভিষেক। তার পরেই প্রেসিডেন্সি জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় কুন্তল ঘোষকে। সূত্রের খবর, সেই জিজ্ঞাসাবাদেই কুন্তল দাবি করেছেন, দলের বাইরে অভিষেকের সঙ্গে তাঁর ব্যক্তিগত পরিচয় নেই। একই সঙ্গে জানিয়েছেন, তাঁকে চিঠি লেখার জন্য কেউ কোনও প্রকার চাপ দেননি। উল্লেখ্য, জেরার শেষে অভিষেকও জানিয়েছিলেন, তিনি কুন্তলকে চেনেন না। ওয়াকিবহাল মহলের মতে, এই মুহূর্তে কুন্তলের এই বয়ান যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আজ কুন্তল ঘোষকে আদালতে হাজির করা হয়েছিল।  

আকর্ষণীয় খবর