Kazi Najrul Islam: বিদ্রোহী কবির তালতলার বাড়ির চেহারা বদল, ঢাকা পড়েছে পথের ফলক

কৌশিক রায়:‌ ‌সালটা ১৯২১, ডিসেম্বরের রাত। কিছুদিন আগেই প্রথম বিশ্বযুদ্ধ থেকে ফিরেছেন ২২ বছরের যুবক কাজী নজরুল ইসলাম। সেই সময় তাঁর বাসস্থান ছিল মধ্য কলকাতার ৩/৪ সি তালতলা লেনের ভাড়া বাড়ি। পরাধীন ভারতে সেই শীতের রাতে তালতলার ভাড়া বাড়িতে বসে নজরুল লিখেছিলেন ‘‌বিদ্রোহী’‌ কবিতাটি। পরের দিন সকালে প্রথম পড়ে শুনিয়েছিলেন তাঁর বন্ধু কমরেড মুজফফর আহমেদকে। তারপর কেটে গিয়েছে বহু বছর। বিদ্রোহী কবিতাটি ১০০ বছর পার করে গিয়েছে। আজ ১২৪ তম জন্মবার্ষিকী কাজী নজরুল ইসলামের। বর্তমান সমাজেও তাঁর কবিতা সমানভাবে প্রাসঙ্গিক। কিন্তু যেখানে বসে এই যুগান্তকারী কবিতা লিখেছিলেন নজরুল, সেখানকার চিত্রটা পাল্টে গিয়েছে একেবারেই। কলকাতা পুরসভার ৫৩ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে তালতলা এলাকা। নজরুলের বাড়ির গলিটায় ঢোকার মুখে তৈরি হচ্ছে বিরাট আবাসন। বিদ্রোহী কবিকে শ্রদ্ধা জানিয়ে সেখানে লাগানো হয়েছিল বড় একটি ফলক। কিন্তু বর্তমানে নির্মাণকাজে ঢাকা পড়ে গিয়েছে সেটি। গলি ধরে সোজা কিছুটা এগিয়ে গেলেই চোখে পড়বে নজরুলের তৎকালীন বাসস্থান। কাজী নজরুল ইসলামের শতবর্ষ উপলক্ষে সেখানে লাগানো হয়েছিল আর একটি ফলক। সেটি অবশ্য আছে। কিন্তু ৩/৪ সি তালতলা লেনে যে বাড়িতে ভাড়া থাকতেন বিদ্রোহী কবি তার চেহারা পাল্টে গিয়েছে একেবারে।

আধুনিকতার ছোঁয়ায় ঝাঁ চকচকে বাড়িতে বর্তমানে পরিবার নিয়ে বাস করেন সীমা সাহা। তালতলা এলাকাতেই আগে বাস করতেন তিনি। ৯ বছর হল ঐতিহাসিক এই বাড়িতে বাস করছেন। বললেন, ‘‌স্বামী, পুত্র, পুত্রবধূ, নাতনি নিয়ে থাকি।’‌ যেখানে বসে নজরুল ‘‌বিদ্রোহী’‌ লিখেছিলেন, ঘুরিয়ে দেখালেন সেই জায়গাটাও। ভোল পাল্টে গিয়ে সেখানে বর্তমানে বিরাট জানালা, তার নিচে বসার জায়গা। কাজী নজরুল ইসলাম এখানে থাকতেন জেনেই এসেছিলেন নিশ্চয়ই? সীমা দেবী বললেন, ‘‌হ্যাঁ। বাংলা মিডিয়ামে পড়ার সময় ওঁর কবিতা পড়েছি। আমি এই অঞ্চলেই বড় হয়েছি। সব ইতিহাস মোটামুটি আমার জানা।’‌ বাড়ির ভেতরের চেহারা বদলে গেলেও এলাকার সব বাড়িতেই পুরনো কলকাতার ছোঁয়া রয়েছে। ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রাণী সাহা ব্যানার্জি জানান, ‘‌প্রতিবছরই এই দিনটায় আমরা ফলকে মালা দিই। এবারে ওখানে বিল্ডিংয়ের কাজ হচ্ছে বলে ঢাকা পড়ে গিয়েছে। তবে আমি বলেছি কাজ শেষ হলে ওখানে যে ফলক রয়েছে সেটা আমরা আরও বড় করে বানাব।’‌ ততদিন উৎসাহী নজরুলপ্রেমীরা তালতলা লেনে পা রাখলে চোখ বুজে আবৃত্তি করুন, ‘‌বল বীর, বল উন্নত মম শির...’‌  
 

আকর্ষণীয় খবর