Paridhi 2023: শুরু হল টেক ফেস্ট পরিধি

আজকালের প্রতিবেদন: দেশের প্রায় ৬০টি কলেজ, ৪০টি স্কুল নিয়ে মেঘনাদ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে সূচনা হল ২০২৩ সালের বার্ষিক টেকনিক্যাল ফেস্টিভ্যাল ‘পরিধি’র।

প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাস নাগাদ হলেও এবারে মার্চের শেষে বিজ্ঞানভিত্তিক এই বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে কলেজটি। শুক্রবার শুরু হয়ে তিন দিন ধরে চলবে এই অনুষ্ঠান। এদিন ‘পরিধি’-র উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাট বসেছিল কলেজের সেমিনার হলে। উপস্থিত ছিলেন সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির উপাচার্য ডঃ ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়, ইনা বোস, আইআইসির সভাপতি প্রফেসর সুদীপ ডোগরা, কলেজের অধ্যক্ষ তীর্থঙ্কর দত্ত, টেকনো ইন্ডিয়া গ্রুপের ইন্টারন্যাশনাল ডিরেক্টর প্রফেসর আর টি গোস্বামী, ক্যারেস্ট সংগঠনের প্রধান প্রফেসর উৎপল গঙ্গোপাধ্যায়, টেকনো ইন্ডিয়া গ্রুপের অ্যাকাডেমিক কোয়ালিটি অ্যাসিওরেন্সের ডিরেক্টর এস কে ভট্টাচার্য, টিসিএসের আঞ্চলিক প্রধান পার্থ সরকার, সিইও সৈকত বসু, কলেজের ডিন জয়শ্রী দাস রায়, কোঅর্ডিনেটর ডঃ বিশ্বরূপ গাঙ্গুলি, কনভেনর সৌভিক গোস্বামী । কলেজের টেকনিক্যাল ক্লাব মেগাট্রনিক্স এর আয়োজক।  ডঃ ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় বলেন, ‘ছাত্রছাত্রীদের নিজের প্রতি প্রশ্ন বাড়াতে হবে। তবেই মিলবে উত্তর। আর উত্তরের সঙ্গে সঙ্গে বাড়বে জ্ঞানও’। ইনা বোস বলেন, ‘বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান হলেও সমাজের সব ক্ষেত্র থেকে অতিথিরা এসেছেন যেটা সচরাচর কোথাও দেখা যায় না’।  কলেজের অধ্যক্ষ তীর্থঙ্কর দত্তের মতে, চলতি বছর প্রচুর জনসমাগম হওয়ার আশা রয়েছে। বিভিন্ন কলেজ, স্কুল থেকে ছাত্রছাত্রীরা আসবেন। তাদের মধ্যে রোবোটিক্স, গেমিংয়ের মতো বিশেষ বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
 ছবি: তপন মুখার্জি

আকর্ষণীয় খবর