আজকাল ওয়েবডেস্ক: আগামী রবিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শহর কলকাতায়।
এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে সেই বৃষ্টিতে গরম কমার কোনো সম্ভাবনা নেই। এদিন আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়, আগামী রবিবার বৃষ্টি হতে পারে কলকাতা সহ রাজ্যের বেশ কিছু জেলায়।
পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগণায় রবিবার থেকে টানা বৃষ্টি হতে পারে। তবে, এই বৃষ্টির পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে গরমও। শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার পাশাপাশি জেলাতে বাড়বে গরম। এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর।