Extra Marital Affair: বিবাহবহির্ভূত সম্পর্ক থেকে বেরিয়ে ‌আসতে চেয়েছিল গৃহবধূ, রাগের বশে এই কাণ্ড ঘটাল প্রেমিক 

‌‌আজকাল ওয়েবডেস্ক:‌ বিবাহবহির্ভূত সম্পর্ক থেকে বেরিয়ে ‌আসতে চেয়েছিল গৃহবধূ।

এরপরই রাগের বশে বাড়িতে আগুন দিয়ে গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টা করল প্রেমিক। অবাধ্য প্রেমিককে আটক করেছে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির পোলবার সুগন্ধায়।
 পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় বাসিন্দা দীনবন্ধু ঢ্যাংয়ের স্ত্রীর ফেসবুকে আলাপ হয়েছিল সপ্তগ্রামের অঞ্জন পাত্রের সঙ্গে। কিছুদিন পর থেকেই নিয়মিত ফোনে কথা হত দু’‌জনের। বছরখানেক ধরে দু’‌জনের মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি ওই গৃহবধূ এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন। তখনই শুরু হয় সমস্যা। 
প্রসঙ্গত, গত বছরের জুনে স্বামীর ঘর ছেড়ে অঞ্জনের বাড়িতে চলে যায় ওই গৃহবধূ। গৃহবধূর অভিযোগ, অঞ্জন নাকি তাঁকে মারধর করত। তাই তিন মাস পর ওই গৃহবধূ স্বামীর ঘরে ফিরে আসে। অভিযোগ, এরপর থেকেই প্রেমিকা গৃহবধূকে নিয়মিত হুমকি দিত অঞ্জন। শুক্রবার সুগন্ধা দিল্লি রোডের কাছে গৃহবধূর বাড়িতে হাজির হয় অঞ্জন। জোরাজুরি করতে থাকে। গৃহবধূর স্বামী আটকানোর চেষ্টা করেন অঞ্জনকে। এরপরই অঞ্জন হুমকি দিয়ে চলে যায়।  এদিকে, দীনবন্ধুর সুগন্ধা স্কুলের সামনে গৃহবধূর শ্বশুরবাড়ির লোকেদের আরও একটি বাড়ি আছে। শুক্রবার গভীর রাতে সেই বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাড়িটি তখন ফাঁকাই ছিল। হাজির হয় পুলিশ ও দমকল। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিভলেও ঘরের সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। গৃহবধূর অভিযোগ, প্রতিশোধ নিতে আগুন লাগিয়েছে অঞ্জন। পোলবা থানার পুলিশ অভিযুক্তকে আটক করেছে।


 

আকর্ষণীয় খবর