CID: রামনবমীতে শিবপুর কাণ্ডে তদন্তভার নিল সিআইডি

আজকাল ওয়েবডেস্ক: হাওড়ার শিবপুরে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্তির ঘটনায় সিআইডিকে তদন্তভার দিল রাজ্য সরকার।

হাওড়া সিটি পুলিশের হাত থেকে সিআইডির হাতে তদন্তভার তুলে দেওয়া হয়। ঠিক কী ঘটেছিল, মিছিলের রুট কেন বদলানো হল, পরিস্থিতি উত্তপ্ত হল কী করে সব দিকই খতিয়ে দেখবে সিআইডি। এই কেসের দায়িত্বে রয়েছেন আইজি সিআইডি ওয়ান বিশাল গর্গ এবং ডিআইজি সিআইডি অপারেশনস সুখেন্দু হীরা। শনিবার সকাল থেকে খানিকটা হলেও স্বাভাবিক ছন্দে শিবপুর।

দোকানপাট খুলতে দেখা গিয়েছে, রাস্তাতেও মানুষজন বেরিয়েছেন। বৃহস্পতিবার রাতে অশান্তির পর শুক্রবার সকালে ফের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে শিবপুরে। সামলানোর জন্য জায়গায় জায়গায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। অশান্তি দেখলেই লাঠিচার্জ করে পুলিশ। হাওড়া সিটি পুলিশের কড়া নজরদারিতে নিয়ন্ত্রণে ছিল পরিস্থিতি। জারি করা হয়েছিল ১৪৪ ধারা। এমনকি বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। তবে শনিবারে পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হলেও এখনও জারি রয়েছে ১৪৪ ধারা। নজরদারি চালাচ্ছে বিশাল পুলিশবাহিনী।

আকর্ষণীয় খবর