আজকাল ওয়েবডেস্ক: হাওড়া কাণ্ড নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি।
এক পক্ষ আঙুল তুলছে অন্য পক্ষের দিকে। হাওড়ার পরিস্থিতি পর্যালোচনায় রাজ্যের রাজ্যপালকে ফোন করেছিলেন অমিত শাহ। হাওড়া কাণ্ড নিয়ে এবার কড়া বিবৃতি জারি করেছেন রাজ্যপাল। তিনি বলেন, মানুষকে বোকা বানাতে যারা হিংসার আশ্রয় নেয়, তারা বুঝতে পারবে শীঘ্রই তারা মূর্খের স্বর্গে বাস করছে। তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন তিনি।
ইতিমধ্যে তিনি এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন বলে জানা গিয়েছে। হাওড়া কাণ্ডের তদন্ত করার জন্য গঠন করেছেন বিশেষ সেল। বৃহস্পতিবার রাম নবমীর মিছিলে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল হাওড়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় নামে বিরাট পুলিশ বাহিনী। শুক্র সকালেও অশান্ত হয়েছিল এলাকা। হাওড়া প্রসঙ্গে আজ কড়া বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও।