BSF: ‌সোনার বিস্কুট উদ্ধার করল বিএসএফ, ধৃত পাচারকারী

আজকাল ওয়েবডেস্ক:‌ পাচার হওয়ার আগেই উদ্ধার সোনার বিস্কুট।

পেট্টাপোল সীমান্তে ৩৬টি সোনার বিস্কুট সহ পাচারকারীকে গ্রেপ্তার করেছে বিএসএফ। যার বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা। গোপন সূত্রে খবরের ভিত্তিতে বৃহস্পতিবার এক ট্রাক চালককে গ্রেপ্তার করা হয়। সে বাংলাদেশ থেকে ভারতে সোনার বিস্কুট আনার চেষ্টা করছিল। জওয়ানরা ট্রাকটিকে গুদামে নিয়ে যান তল্লাশির জন্য। ট্রাকের কেবিনে স্পিকার বক্সের পিছনে একটি কাপড়ে মোড়ানো অবস্থায় ৩৬টি সোনার বিস্কুট উদ্ধার হয়। ধৃত পাচারকারীর নাম প্রদীপ রায়চৌধুরি। ধৃতকে কাস্টমসের হাতে তুলে দেওয়া হয়েছে। 
 

আকর্ষণীয় খবর