India-Bangladesh: চিত্র সংস্কৃতির প্রত্যাশিত প্রত্যাবর্তন, দুই বাংলার শিল্পীরা এক হলেন আরম্ভ-র সভাকক্ষে

আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার আরম্ভ পাবলিশার্স আর বারাসাত অ্যাকাডেমি অফ কালচারের আয়োজনে, আরম্ভ-র সভাকক্ষে ব্যাপক উৎসাহে ছবি আঁকলেন দুই বাংলার বহু চিত্রকররা।

চিত্রীরা তাঁদের উৎসাহ আর ক্যানভাসে রং খেলার উচ্ছ্বাস স্মরণ করিয়ে দিল, কলকাতা সব ধরণের সঙ্কট অতিক্রম করে সমবেত ছবি আঁকার ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে অঙ্গীকারবদ্ধ। চিত্রকরদের বড় অংশই তরুণ প্রজন্ম। চিত্র শিবিরে হাজির হয়ে শিল্পীদের অভিবাদন জানালেন বিভিন্ন দূতাবাসের উচ্চপদস্থ সাংস্কৃতিক আধিকারিকরা।

উপস্থিত ছিলেন সমবেত শিল্প সংগঠক গৌতম ঘোষ, ম্যাক্সমূলার ভবনের গ্রন্থগারিক ও চলচ্চিত্র সংগ্রহশালার আধিকারিক সূর্যোদয় চট্টোপাধ্যায়, জার্মান দূতাবাসের জনসংযোগ আধিকারিক শরণ্য চট্টোপাধ্যায় এবং বাংলাদেশ উপদূতাবাসের প্রেস সচিব রঞ্জন সেন।বারাসাত অ্যাকাডেমির কর্ণধার তৈয়বউল ইসলাম, প্রশান্ত কুমার বসু, প্রদীপ কুমার রক্ষিত, মানিক দেবনাথ, সোনিয়া বিনতে হাসান, মাহমুদা মিম, দেব সরকার, নাসিমা খাতুন সহ চিত্রশিল্পের বহু নবীন প্রতিভা উপস্থিত ছিলেন এদিন। আরম্ভ ডিজিটালের প্রকাশক লালন বাহার বলেন, ঐতিহ্য টিকিয়ে রাখবার প্রয়াস আমাদের থামবে না। রাজনৈতিক মানচিত্রে দেশ ভাগ হলেও সাংস্কৃতিক অখণ্ডতাকে টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের সবার। 

আকর্ষণীয় খবর