আজকাল ওয়েবডেস্ক: সকাল থেকে বেলার দিকে রোদের তেজ থাকলেও, গত কয়েকদিনে বঙ্গের জেলায় জেলায় বিকেল গড়াতেই আকাশ ঢাকছে কালো মেঘে।
বৃহস্পতিবার বিকেল থেকে রাত্রি পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। কলকাতায় বৃহস্পতিবার বিকেলে ঘন্টায় ৬৩ কিলোমিটার বেগে কয়েকমিনিটের কালবৈশাখীও হয়। হাওয়া অফিস বলছে শুক্রবারেও বৃহস্পতির মতোই বিকেল নামলেই বদল আসবে আবহাওয়ায়। রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা। মহানগর ছাড়াও বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম মুর্শিদাবাদ, ঝাড়্গ্রাম সহ বঙ্গের একাধিক জেলায় শিলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। শুক্র নয় শুধু, বিকেলের দিকে আবহাওয়ার পরিবর্তনে স্বস্তির পূর্বাভাস রয়েছে শনিবারেও। টানা বৃষ্টির কারণে নামবে তাপমাত্রা।
তবে রবিবার থেকে চড়তে পারে তাপমাত্রার পারদ। হাওয়া অফিস জানাচ্ছে, গত কয়েকদিনে বৃষ্টি এবং কালবৈশাখীর কারণে গরম কিছুটা কম থাকলেও, গরম ফিরবে রবিবার থেকে। রবিবার থেকে পরবর্তী দু-তিন দিন সর্বোচ্চ তাপমাত্রা দিনে গড়ে বাড়তে পারে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত।