আজকাল ওয়েবডেস্ক: বীরভূমের জেলা সভাপতি পদে বহাল রইলেন অনুব্রত মণ্ডল।
সভাপতি পদে কোনো বদল আনল না তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। শুক্রবার বীরভূমের জেলা সংগঠন নিয়ে বিশেষ বৈঠক ছিল। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত বীরভূমের দায়িত্ব থাকবে মমতা ব্যানার্জির কাঁধেই। জানা গিয়েছে, বৈঠগকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোর কমিটিতে সদস্য সংখ্যা বাড়িয়ে ৯জন করা হয়েছে। প্রতি সপ্তাহে বীরভূমের কোর কমিটিক বৈঠক করার বার্তা দিয়েছেন অভিষেক ব্যানার্জি। জেলার দায়িত্ব দেওয়া হয়েছে ফিরহাদ হাকিম, মলয় ঘটক এবং পান্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তীকে। জেলার নেতানেত্রী এবং সাংবাদিকদের মুখোমুখি হওয়ার ভার দেওয়া হয়েছে বিকাশ রায়চৌধুরীকে। তৃণমূল সূত্রে খবর, প্রত্যেক নেতাকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার বার্তা দিয়েছেন মমতা।