Agartala Book Fair: শুরু আগরতলা বইমেলা, হাজির আজকাল

তরুণ চক্রবর্তী,আগরতলা: আগরতলা শহরের উপকণ্ঠে, হাঁপানিয়া মেলা প্রাঙ্গণে শুরু হলো ত্রিপুরার প্রাণের উৎসব বইমেলা।

শুক্রবার সন্ধ্যায় ৪১তম বইমেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী ও বিকাশ দেববর্মা, বিধায়ক রামপ্রসাদ পাল, বাংলাদেশের সাংসদ প্রাণগোপাল দত্ত, আগরতলার মেয়র দীপক মজুমদার প্রমুখ। প্রতিবারের মতো এবারও ত্রিপুরার প্রকাশকদের পাশাপাশি কলকাতা ও ঢাকার প্রকাশকরাও তাঁদের প্রকাশনা নিয়ে হাজির। ত্রিপুরার নিজস্ব ৮২টি প্রকাশক ও পুস্তক বিক্রেতার স্টল ছাড়াও বাইরের রাজ্য থেকে ৭৯টি এবং বাংলাদেশের ১৫টি স্টল অংশ নিচ্ছে। আগরতলায় অনুষ্ঠিত হতে চলেছে জি-২০ বৈঠক। তাই বইমেলার থিম রাখা হয়েছে, 'বসুধৈব কুটুম্বকম'।

বইমেলা উপলক্ষে উৎসবের মেজাজে আগরতলা। নবীন ও প্রবীণ লেখকদের পাশাপাশি বই নিয়ে প্রকাশকদের উচ্ছ্বাসও চোখে পড়ার মত। প্রথমদিনেই ভিড় উপচে পড়েছে বইমেলা প্রাঙ্গণে। উদ্বোধনী অনুষ্ঠানটিও উপভোগ্য হয়ে ওঠে স্থানীয় শিল্পীদের অসাধারণ পরিবেশনায়। আগরতলা বইমেলার সঙ্গে আজকাল প্রকাশনার সম্পর্ক বহুদিনের। তবে কোভিডের কারণে মাঝে কয়েক বছর আগরতলা বইমেলায় ছিল না আজকাল। এবার ফের আগরতলা বইমেলায় মিলছে আজকাল-এর বই। সৌজন্যে মৌমিতা প্রকাশনী। বইমেলায় বি ৪৯ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে আজকাল-এর বই। এবার ১৭৬টি স্টল রয়েছে। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর সাজিয়ে তুলেছে মেলা প্রাঙ্গণ। মেলা চলবে ৫ এপ্রিল পর্যন্ত। বইমেলায় প্রতিটি বইতে ১০ শতাংশ ছাড় দেয়া হচ্ছে।

আকর্ষণীয় খবর