আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ বৈঠকের পর ওয়ার্ল্ড অ্যাথলেটিক কাউন্সিল বৃহস্পতিবার ঘোষণা করেছে, অ্যাথলেটিক্সে মহিলাদের কোনো ইভেন্টে ট্রান্সজেন্ডার মহিলারা অংশ নিতে পারবেন না।
বস্তুত, অ্যাথলেটিক্স ও সাঁতারে এই নিয়ে এর আগে তীব্র বিতর্ক হয়েছে। ট্রান্সজেন্ডাররা মহিলাদের দলে অংশ নিয়ে অতিরিক্ত সুবিধা পাচ্ছেন, এমন অভিযোগও উঠেছিল। বহু আলোচনার পর অ্যাথলেটিক কাউন্সিল ট্রান্সজেন্ডারদের মহিলাদের দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
কাউন্সিল জানিয়েছে, এই সিদ্ধান্ত নেওয়ার আগে অলিম্পিক কমিটি এবং একাধিক ট্রান্সজেন্ডার সংগঠনের সঙ্গে আলোচনা করা হয়েছে। আপাতত ট্রান্সজেন্ডারদের মহিলাদের দল থেকে বাদ দিলেও এ নিয়ে আরও তথ্য সংগ্রহ করা হবে। তার জন্য একটি কমিটিও তৈরি করা হয়েছে ইতিমধ্যে।
যাঁরা এই বিষয়ে গবেষণা করবেন এবং আরও নতুন নতুন তথ্য সংগ্রহ করবেন। এই মুহূর্তে আন্তর্জাতিক পর্যায়ে কোনো ট্রান্সজেন্ডার অ্যাথলেটিক নেই। কিন্তু সাঁতারে আছেন। ট্রান্সজেন্ডারদের মহিলাদের দলে আদৌ রাখা ঠিক কি না, সাধারণ মহিলাদের থেকে তারা শারীরিকভাবে শক্তিশালী কি না, এই প্রশ্নগুলো বার বার সামনে এসেছে।
একাধিকবার ট্রান্সজেন্ডারদের বিরুদ্ধে সরব হয়েছেন অন্য মহিলা অ্যাথলেটরা। ফলে বিষয়টি আলোচনার মধ্যেই ছিল। এবার সেই বিষয়ে নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হলো। আনুষ্ঠানিকভাবে কোনো ট্রান্সজেন্ডার সংগঠন এখনও পর্যন্ত এই বিষয়ে কথা বলেনি। তবে এই প্রসঙ্গে নিজেদের অভিমত তারা আগেই জানিয়েছিল। তারা মনে করে, ট্রান্সজেন্ডারদের মহিলাদের দলেই সুযোগ পাওয়া উচিত। এখন দেখার বিষয়, অ্যাথলেটিক কাউন্সিলের এই সিদ্ধান্তের পর তারা কী অবস্থান নেয়!