আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ক্রীড়াজগতের দুই নক্ষত্র একই মঞ্চে। সচরাচর এই দৃশ্য দেখা যায় না। কিন্তু শুক্রবার বেঙ্গালুরুতে এক জুতো প্রস্তুতকারক সংস্থার একটি অনুষ্ঠানে দুই কিংবদন্তির দেখা হয়ে গেল। একই ছাদের তলায় দুই বন্ধু, বিরাট কোহলি এবং সুনীল ছেত্রী। পাশাপাশি বসে একটি আলোচনা চক্রে অংশ নেওয়ার কথা ছিল দুই তারকার। কিন্তু শেষপর্যন্ত সেটা আর সম্ভব হয়নি। তবে সাধারণ মানুষের জীবনে খেলাধুলোর প্রয়োজন কতটা সেই নিয়ে মতামত জানায় দু'জনেই। বিরাট বলেন, 'পড়াশোনা জরুরি। আমি নিজেই লেখাপড়ায় ভাল ছিলাম। তবে অঙ্কতে কাঁচা ছিলাম। এখনও অঙ্ক পারি না। জানি না মেয়ে কিছু জিজ্ঞেস করলে কী বলব।
' বলে নিজেই হেসে ফেলেন। অঙ্কে ভাল ছিলেন না, কিন্তু বাইশ গজে অঙ্ক কষে রান তাড়া করে দলকে জেতানোর ক্ষেত্রে তাঁর জুড়ি নেই। কোহলির সঙ্গে অনেকটা একমত সুনীল ছেত্রী। তিনি বলেন, ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন জাতীয় দলে খেলার। সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ। সুনীল বলেন, 'ছোটবেলা থেকে যা চেয়েছি, তাই পেয়েছি। আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। ক্রীড়াজগতে এগিয়ে যেতে হলে অভিভাবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমার মা কোনওদিন আমার সঙ্গে মাঠে যায়নি। শুধু বলতেন, যা করবি মনের আনন্দে করবি।' অনুষ্ঠানের পর বন্ধু বিরাটের সঙ্গে মাঠেও যান সুনীল। বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে প্র্যাকটিস ছিল ডু'প্লেসিদের। তার আগে বিরাটের সঙ্গে খোশমেজাজে আড্ডায় মাততে দেখা যায় সুনীলকে।