IPL Qualifier: ধোনির সঙ্গে তুলনা,  আইপিএল প্লে অফের আগে রোহিতের ভূয়সী প্রসংশায় গাভাসকর 

আজকাল ওয়েবডেস্ক: আর কয়েকঘন্টা পরই মুম্বই ইন্ডিয়ান্স এবং গুজরাট টাইটান্সের ডু অর ডাই ম্যাচ।

শুরুটা স্লো হলেও রোহিতরা আবার স্বমহিমায়। মরণ বাঁচন‌ ম্যাচের আগে মুম্বইয়ের নেতার ভূয়সী‌ প্রশংসা করলেন সুনীল গাভাসকর। রোহিতের নেতৃত্বে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই। তাসত্ত্বেও অধিনায়কত্বের জন্য সেই কৃতিত্ব তাঁকে দেওয়া হয় না। আকাশ মাধওয়ালের পাঁচ উইকেটের পর ক্রিকেটমহল মুম্বইয়ের নেতাকে প্রসংশায় ভরিয়ে দিচ্ছে। তরুণ পেসারকে দলে সুযোগ করে দেওয়ার জন্য বাহবা জানানো হচ্ছে রোহিতকে। তবে সানি মনে করেন, একজন নেতা হিসেবে এমএস ধোনির কৃতিত্বকে যেভাবে সমাদৃত করা হয়, ঠিক একইভাবে দেখা হয় না অধিনায়ক রোহিতকে। গাভাসকর বলেন, 'অবশ্যই ওকে সেই কদর দেওয়া হয় না। মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচবার খেতাব দিয়েছে। ছোট্ট একটা উদাহরণ দিই। ওভার দ‌্য উইকেট বল করে আয়ুশ বাদোনিকে আউট করে মাধওয়াল। তারপর রাউন্ড দ্য উইকেট বল করে নিকোলাস পুরানকে ফিরিয়ে দেয়। সাধারণত বোলাররা সেটা করে না। ওভার দ‌্য উইকেট বল করায় ছন্দ পেয়ে গেলে সেটাই ধরে রাখে। একজন বাঁ হাতিকে বল করতে হলেও। কিন্তু ও রাউন্ড দ্য উইকেট বল করে পুরানকে তুলে নেয়।'

মাধওয়ালের এই বোলিং চেঞ্জের ক্ষেত্রে রোহিতের মস্তিষ্ক রয়েছে বলে দাবি করেন সানি। তুষার দেশপান্ডের সাফল্যের জন্য সবাই ধোনিকে কৃতিত্ব দিচ্ছে। অজিঙ্ক রাহানে এবং শিবম দুবের প্রত্যাবর্তনের পেছনেও তাঁর মগজের প্রশংসা করা হচ্ছে। ভারতের প্রাক্তন অধিনায়ক মনে করেন, ধোনির অধীনে মাধওয়াল সাফল্য পেলে ক্যাপ্টেন কুলের জয়জয়কার করা হত। কিন্তু রোহিতের ক্ষেত্রে সেটা হচ্ছে না। গাভাসকর‌ বলেন, 'দলটা যদি সিএসকে হত এবং ধোনি অধিনায়ক হত, সবাই বলত ধোনিই নিকোলাস পুরানের আউটের ছক কষেছে। এটাই হয়ে এসেছে। অনেক সময় কিছু জিনিস একটু বাড়িয়েও বলা হয়। নেহাল ওয়াধেরাকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। সাধারণত প্রথমে ব্যাট করার সময় দলগুলো ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাটারদের খেলায় না। কিন্তু রোহিত নেহালকে ব্যবহার করে। তাই কিছুটা কৃতিত্ব রোহিতকেও দেওয়া উচিত।' লখনউ সুপার জায়ান্টসকে উড়িয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বই। আজ কি হার্দিকদের ডেরায় গুজরাটকে হারিয়ে ফাইনালে উঠতে পারবে রোহিতরা? 

আকর্ষণীয় খবর