Paris Olympics: অলিম্পিক গেমস আয়োজনের আগেই অশান্তির কালো মেঘ ফরাসি অলিম্পিক কমিটিতে

আজকাল ওয়েবডেস্ক: ২০২৪ সালের অলিম্পিকের আসর বসবে ফ্রান্সের রাজধানী প্যারিসে।

হাতে সময় রয়েছে  আর মাত্র ১৪ মাস। এরই মধ্যে পদত্যাগ করেছেন ফ্রেঞ্চ ন্যাশনাল অলিম্পিক কমিটির (সিএনওএসএফ) সভাপতি ব্রিজিত হেনরিকস। এই অবস্থায় কমিটির সবাইকে একাত্ম থাকার আহ্বান জানিয়েছেন দেশের ক্রীড়ামন্ত্রী অ্যামেলি ওউদিয়া কাস্তেরা। গত দেড় বছর ধরে অন্তর্দ্বন্দ্ব এবং পূর্বসুরি ডেনিস ম্যাসেগ্লিয়ারের সঙ্গে মতবিরোধের জেরে কমিটির সাধারণ সভায় নাটকীয়ভাবে পদত্যাগ করেন হেনরিকস। সংস্থার  সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী তিন মাসের মধ্যে নতুন সভাপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত কমিটির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন সাধারণ সম্পাদক অ্যাস্ট্রিড গায়ার্ট।

সংবাদমাধ্যমকে ওউদিয়া বলেন, 'আজ কেউ জয়ী হয়নি। নৈতিকতা ও গণতন্ত্রের জয় হয়েছে।' টালমাটাল ফরাসি ক্রীড়াঙ্গনে এক বছরের মধ্যে হেনরিকের পদত্যাগের ঘটনা সর্বশেষ ঘটনা। ফুটবল, রাগবি, জিমন্যাস্টিকস এবং টেনিস সহ দেশের বেশ কয়েকটি ফেডারেশন বিভিন্ন কেলেঙ্কারিতে জর্জরিত। যে কারণে পদ ছেড়েছেন দেশের দুই হাই-প্রোফাইল কর্মকর্তা। মানসিক এবং যৌন হয়রানির অভিযোগ ওঠায় গত ফেব্রুয়ারিতে পদত্যাগ করতে বাধ্য হন দীর্ঘদিন ধরে ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্বে থাকা নোয়েল লো গ্রায়েত। দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় পুরুষদের রাগবি বিশ্বকাপ আয়োজনের মাত্র কয়েক মাস আগে জানুয়ারিতে পদত্যাগ করেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী এবং প্রাক্তন রাগবি কোচ বার্নার্ড লাপোর্তা।

আকর্ষণীয় খবর