আজকাল ওয়েবডেস্ক: ধোনিদের হারিয়ে আইপিএল অভিযান শুরু করলেও বড় ধাক্কা গুজরাট শিবিরে।
আইপিএল থেকে ছিটকে গেলেন কেন উইলিয়ামসন। যদিও গুজরাট টাইটান্সের পক্ষ থেকে সরকারিভাবে এখনও সেটা জানানো হয়নি। তবে প্রাক্তন কিউয়ি অধিনায়কের চোটের অবস্থা অনুযায়ী, তাঁর আর খেলার সম্ভাবনা নেই বললেই চলে। শুক্রবার ফিল্ডিং করার সময় ঋতুরাজ গায়কোয়াড়ের একটি ছয় বাঁচাতে গিয়ে অনেকটা উঁচুতে লাফ দেন উইলিয়ামসন। মাটিতে পড়ার সময় হাঁটুতে চোট পান। মাঠেই তাঁর একপ্রস্থ চিকিৎসা হয়। কিন্তু চোট যথেষ্ট গুরুতর। উইলিয়ামসনের চোখে-মুখেই ফুটে উঠেছিল যন্ত্রণা। সতীর্থদের কাঁধে ভর করে মাঠ ছাড়েন। পরে আর ব্যাট করতে নামতে পারেননি। তাঁর পরিবর্তে নামানো হয় 'ইমপ্যাক্ট প্লেয়ার' সাই সুদর্শনকে। জানা গিয়েছে, উইলিয়ামসনের চোট গুরুতর। নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়কের এসিএল ইনজুরি হয়েছে। সারতে কয়েক সপ্তাহ লাগবে। যার ফলে চলতি আইপিএলে কেনের খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। শুধু তাই নয়, অনির্দিষ্টকালের জন্য ক্রিকেটের বাইরে থাকতে হতে পারে। শেষ কয়েক বছর সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ছিলেন কেন উইলিয়ামসন। এবার তাঁকে দু'কোটি দিয়ে নিয়েছে গুজরাট। দলের ব্যাটিংয়ের অন্যতম ভরসা তিনি। উইলিয়ামসনকে গোটা টুর্নামেন্টে না পাওয়া গেলে সেটা বড় ধাক্কা হবে হার্দিকদের জন্য।