World Test Championship: নতুন জার্সিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি শুরু শার্দূল, উমেশদের

আজকাল ওয়েবডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রস্তুতি শুরু করে দিল ভারতীয় দল।

আইপিএলের প্লে অফের দৌড় থেকে ছিটকে যাওয়ার একদিন পরই লন্ডন রওনা হয় বিরাট কোহলি, মহম্মদ সিরাজ, রবিচন্দ্রন অশ্বিন, শার্দূল ঠাকুররা। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গেল প্রস্তুতি। লন্ডনের ওভালে অনুশীলনের ছবি পোস্ট করা হয় বোর্ডের ওয়েবসাইটে। সেখানে নতুন জার্সিতে দেখা যায় ভারতীয় ক্রিকেটারদের। ছিলেন শার্দূল ঠাকুর, উমেশ যাদবরা। কোচিং স্টাফের সঙ্গে নতুন জার্সিতে দেখা যায় দ্রাবিড়কেও। নীল জার্সিতে নতুন লোগো। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নতুন জার্সিতে নামবে ভারত। কারণ জার্সির স্পনসর বদলে গিয়েছে। তবে ম্যাচের জার্সির ছবি এখনও প্রকাশ করা হয়নি। এদিন প্র্যাকটিস জার্সির ছবি দেওয়া হয়। বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু রোহিতের নয়, ভারতের মেয়েদের দলেরও জার্সি বানামে নতুন সংস্থা। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিতে কয়েকজন ক্রিকেটার ইতিমধ্যেই লন্ডন পৌঁছে গিয়েছেন। আইপিএল খেলতে ব্যস্ত রোহিত শর্মা, ঈশান কিষাণ,‌ মহম্মদ শামি, রবীন্দ্র জাদেজা, শ্রীকর ভরতরা। মোট তিন দফায় লন্ডন পাড়ি দেবে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। ৩০ মের মধ্যে পৌঁছে যাবে গোটা ভারতীয় দল। পরপর দু'বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত। প্রথমবার নিউজিল্যান্ডের কাছে হেরে খেতাব হাতছাড়া হয়েছে। এবার আর কোনওভাবেই টেস্ট বিশ্বকাপ হাতের বাইরে যেতে দিতে চান না রোহিতরা। 

আকর্ষণীয় খবর