আজকাল ওয়েবডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর জুন মাসের শেষদিকে ভারত-আফগানিস্তান সিরিজ হওয়ার কথা হয়েছিল।
কিন্তু সময়ের অভাবে সেই সিরিজ বাতিল করে দেওয়া হতে পারে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মাঝে আফগানদের বিরুদ্ধে সাদা বলের সিরিজ হওয়ার সম্ভাবনা ছিল। মূলত দ্বিতীয় দলই খেলত। তাই আশা করা হচ্ছিল, আইপিএলে দারুণ পারফরম্যান্সের পর হয়তো এই সিরিজে ভারতের জার্সিতে অভিষেক হবে রিঙ্কু সিংয়ের। কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী সিরিজ বাতিল করে দেওয়া হতে পারে। ৭ জুলাই ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা হবে ভারতীয় দল। ১২ জুলাই থেকে ১৩ আগস্ট পর্যন্ত ক্যারিবিয়ান সফরে ভারত দুটো টেস্ট, তিনটে একদিনের ম্যাচ এবং পাঁচটি টি-২০ খেলবে। তারপরই আছে এগিয়ে কাপ। অক্টোবরে বিশ্বকাপ। তাই ক্রিকেটারদের বিশ্রাম দিতে আফগানিস্তান সিরিজ বাতিল করা হতে পারে। তবে দ্বিতীয় দল খেলানো হলে সেক্ষেত্রে কোনও বাধা থাকা উচিত না। এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি বর্তমানে ভারতে রয়েছেন। আইপিএল ফাইনাল দেখতে আমন্ত্রণ জানানো হয়েছে তাঁকে। ফাইনালের পর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক হওয়ার কথা। পাশাপাশি আফগানিস্তান বোর্ডের সঙ্গেও দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে কথা হবে।