আজকাল ওয়েবডেস্ক: লিওনেল মেসির রেকর্ডের দিন নজির গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও।
আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি সংখ্যক ম্যাচ খেলার রেকর্ড গড়লেন পর্তুগিজ তারকা। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে বৃহস্পতিবার রাতে লিখটেনস্টাইনের বিরুদ্ধে মাঠে নেমে এই অনন্য রেকর্ডের অধিকারি হন ৩৮ বছরের রোনাল্ডো। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতার দেশের জার্সিতে ১৯৭তম ম্যাচ ছিল এটা। ডিসেম্বরে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিরুদ্ধে বদলি হিসেবে নেমে তিনি ছুঁয়েছিলেন কুয়েতের ফরোয়ার্ড বাদের আল-মুতাওয়ার ১৯৬ ম্যাচের রেকর্ড। এবার তাঁকে ছাপিয়ে গিয়ে নিজেকে নিয়ে গেলেন এক নতুন উচ্চতায়। আল-মুতাওয়া নেমে গেলেন দুইয়ে। ১৯৫ ম্যাচ খেলে তালিকায় তিনে রয়েছেন মালয়েশিয়ার সোহ চিন আন। পরের তিনটি স্থানে আছেন যথাক্রমে মিশরের আহমেদ হাসান (১৮৪), ওমানের আহমেদ মুবারাক (১৮৩) এবং স্পেনের সের্জিও রামোস (১৮০)। এদিন লিখটেনস্টাইনের বিরুদ্ধে ৪-০ গোলে জেতে পর্তুগাল। জোড়া গোল করেন রোনাল্ডো।