আজকাল ওয়েবডেস্ক: বিশ্বজুড়ে বাঙালি মজে রয়েছে দুর্গাপুজোয়। এশিয়া থেকে ইউরোপ, অস্ট্রেলিয়া থেকে আমেরিকা-সব জায়গাতেই উৎসবের মেজাজ। দুর্গাপুজো, দশেরা, নবরাত্রির এই উৎসবের মরসুমে এবার যোগ দিল অ্যাপ স্ন্যাপচ্যাট। জনপ্রিয় এই অ্যাপ উৎসবের এই মরসুমে নিয়ে এসেছে বেশ কিছু নতুন ফিচার। দুর্গাপুজো, নবরাত্রি, দশেরার সাজে রয়েছে বেশ কিছু নতুন স্টিকারও। ভারতের তরুণ প্রজন্মের বেশির ভাগটাই ব্যবহার করে এই স্ন্যাপচ্যাট অ্যাপ। ক্যামেরায় ছবি তোলার সময় এই নতুন লুক ব্যবহার করে পুজোর সাজে সেজে উঠবেন যে কেউ।
শুধু তাই নয়, প্রিয়জনের সঙ্গে উৎসবের সাজে যাতে ছবি তোলা যায় তার জন্য লঞ্চ করা হয়েছে নতুন কিছু থিম যার মধ্যে রয়েছে ডান্ডিয়া এবং গরবার সাজও। মহালয়া থেকে দশমী পর্যন্ত অ্যাপে পাওয়া যাচ্ছে এই নতুন ফিচারগুলি। সেপ্টেম্বরের ২৫ তারিখ থেকে শুরু হয়েছে নতুন এই থিমগুলির ব্যবহার যা ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে। দুর্গাপুজোর এই নতুন লেন্সটি বানিয়েছেন হায়দরাবাদের তনিষ্কা। উৎসবের গান, থিম, লেন্স বানিয়েছেন ভারতীয়রাই। হায়দরাবাদের তনিষ্কা, আম্বালার ইশপ্রিত সিং, চেন্নাইয়ের প্রদীপা আনাদি এবং কাঠমান্ডুর করুণ শ্রেষ্ঠার হাত রয়েছে স্ন্যাপচ্যাটের এই নতুন লুকের পিছনে।