NASA: পৃথিবীতে ফিরল নাসার ওরিয়ন ক্যাপসুল

‌‌আজকাল ওয়েবডেস্ক:‌ ২৬ দিনের চন্দ্র অভিযান শেষে পৃথিবীতে ফিরল নাসার ওরিয়ন ক্যাপসুল।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার পরবর্তী প্রজন্মের এই মহাকাশ ক্যাপসুলটি চন্দ্র অভিযানের জন্য পাঠানো হয়েছিল। 
পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর ওরিয়ন ক্যাপসুলটি রবিবার স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিট নাগাদ প্রশান্ত মহাসাগরে পতিত হয়। যদিও পতিত হওয়ার আগে প্যারাসুটের সাহায্যে ক্যাপসুলের গতি কমিয়ে আনা হয়। অবতরণের সময় সবধরনের নিরাপত্তাই অনুসরণ করা হয় বলে জানা গেছে।
 এদিকে, ২০২৪ এবং ২০২৫–২৬ সালে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। সেখান থেকে কীভাবে মানুষ পৃথিবীতে ফিরবে সেজন্যই এই ক্যাপসুলের পরীক্ষা চালানো হল। 
এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে গ্রিক দেবতা অ্যাপোলোর বোন আর্টেমিসের নাম অনুসারে। এর আগে, ঠিক ৫০ বছর আগে অ্যাপোলো–১৭ মহাকাশ যানে করে চাঁদে মানুষ গিয়েছিল। 

আরও পড়ুন:‌ লস ‌অ্যাঞ্জেলস জুড়ে তীব্র গৃহহীনতার সঙ্কট, জারি জরুরি অবস্থা

আকর্ষণীয় খবর