Celestial: ৫০ হাজার বছরে প্রথমবার, দেখা গেল এই বিরল দৃশ্য 

আজকাল ওয়েবডেস্ক:‌ সম্প্রতি আবিষ্কৃত একটি সবুজ ধূমকেতু পৃথিবীর কাছ দিয়ে চলে গেল।

যা খালি চোখে প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছে বিশ্ববাসী। ৫০ হাজার বছর পর এই ধূমকেতু দেখার সুযোগ মিলল। সেই নিয়ানডারথ্যাল যুগের পর আবার পৃথিবীর সবথেকে কাছে এল এই ধূমকেতু। নাসার গবেষকেরা জানান, গত বছরের ২ মার্চ ধূমকেতুটি আবিষ্কৃত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পালোমার অবজারভেটরির একটি পর্যবেক্ষণ ক্যামেরায় এই ধূমকেতু ধরা পড়ে। গবেষকেরা ধূমকেতুটির নাম দিয়েছেন সি/২০২২ ই৩ (জেটিএফ)। ধূমকেতুটির সূর্যের চারপাশে একটি কক্ষপথ সৌরজগতের বাইরের দিকে চলে গেছে। এই কারণেই সূর্যকে প্রদক্ষিণে এত দীর্ঘ সময় লেগেছে ধূমকেতুটির। আকাশ পরিষ্কার থাকলে খালি চোখেও এটি দেখা যাবে। জানা গেছে, একবার চলে যাওয়ার পর কয়েক মিলিয়ন বছরের মধ্যে ধূমকেতুটির আর পৃথিবীর কাছাকাছি আসার সম্ভাবনা নেই।

আকর্ষণীয় খবর