IndiGo flight: মাঝ আকাশে মত্ত অবস্থায় বিমানকর্মীর শ্লীলতাহানি, মুম্বইয়ে গ্রেপ্তার সুইডিশ যাত্রী

আজকাল ওয়েবডেস্ক: ফের খবরের শিরোনামে ইন্ডিগো বিমান সংস্থা।

মাঝ আকাশে মত্ত অবস্থায় আরও এক যাত্রীকে ঘিরে হুলস্থুল কাণ্ড। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ব্যাঙ্কক থেকে মুম্বইগামী ইন্ডিগো বিমানে। মত্ত অবস্থায় এক বিমানকর্মীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ৬২ বছরের এক সুইডিশ যাত্রীর বিরুদ্ধে। 

পুলিশ সূত্রে খবর, মাঝ আকাশে বিমানকর্মীর কাছে খাবার চেয়েছিলেন ওই যাত্রী। কিন্তু ওই ব্যক্তির টিকিটের সঙ্গে আগে থেকে খাবার বরাদ্দ ছিল না। তাই যাত্রীর জন্য খাবারের ব্যবস্থা করা সম্ভব হয়নি। ওই যাত্রীর পাশে বসে থাকা অন্য এক যাত্রীর থেকে খাবারের দাম নেওয়ার সময়, বিমানকর্মীর সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন সুইডিশ যাত্রী। জনসমক্ষেই শ্লীলতাহানির চেষ্টা করেন তিনি। 

অভিযোগের ভিত্তিতে মুম্বইয়ে বিমান অবতরণের পরেই সুইডিশ যাত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। যদিও ২০ হাজার টাকা ব্যক্তিগত বন্ডের বিনিময়ে পরবর্তীতে জামিন পান তিনি। গত ৩ মাসে ইন্ডিগো বিমানে সহযাত্রী ও বিমানকর্মীদের উত্যক্ত করার অভিযোগে একাধিক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। এই সুইডিশ যাত্রী গ্রেপ্তার হওয়া অষ্টম ব্যক্তি। 

আকর্ষণীয়খবর