আজকাল ওয়েবডেস্ক: হাসপাতালে দিল্লির প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈন।
এই পরিস্থিতিতে তাঁকে অন্তবর্তী জামিন দিয়েছে দেশের শীর্ষ আদালত। অসুস্থতার কারোনেই তাঁকে ৬ সপ্তাহের জামিন দেওয়া হয়েছে। তিহাড় জেলে ছিলেন দিল্লির প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈন। বৃহস্পতিবার জেলেরা শৌচালয়ে পড়ে আহত হন তিনি। প্রাথমিক চিকিৎসার পর তঁকে দীন দয়াল হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নিয়ে যাওয়া হয় এলএনজেপি হাসপাতালে। গতকাল আম আদমি পার্টির পক্ষ থেকে জানানো হয়েছিল, অক্সিজেন সাপোর্টে রয়েছেন সত্যেন্দ্র।
তার আগে, সোমবার সফদরজং হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল। গ্রেপ্তার হওয়ার পর থেকেই সত্যেন্দ্র বারবার দাবি করে এসেছেন তিনি অসুস্থ। আজ, শুক্রবার দেশের শীর্ষ আদালত শারীরিক অসুস্থতার কারণে তাঁর ৬ সপ্তাহের অন্তবর্তী জামিন মঞ্জুর করেছে।