Tripura: ত্রিপুরায় ২দিনে উদ্ধার ৭ কোটি ৩৩ লক্ষ টাকার মাদক

আগরতলা: রাজ্যে ২দিনে ৭ কোটি ৩৩ লক্ষ টাকার মাদক দ্রব্য উদ্ধার হয়েছে।

শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০ লক্ষ টাকার মাদক উদ্ধার করল পুলিশ। তবে অভিযুক্ত পলাতক। ঘটনা ঘটেছে ত্রিপুরার নরসিংগর থানার বগাদি এলাকায়। এদিন এনসিসি মহকুমা পুলিশ আধিকারিক পারমিতা পান্ডের নেতৃত্বে নরসিংগড় বগাদী এলাকায় মিঠুন দেবনাথের বাড়িতে হানা দেয় এয়ারপোর্ট থানার পুলিশ । সেখানে ৩০ কেজি গাঁজা, ২৪৫০ বোতল এসকফ , ২২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ । এই অভিযানে  ছিলেন এয়ারপোর্ট থানার ওসি সুমন সিংহ সহ থানার অফিসাররা। সাংবাদিকদের পারমিতা পান্ডে জানান, উদ্ধারকৃত মাদক  দ্রব্যের  বাজার মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা। যেহেতু বিপুল পরিমাণ নেশা সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে তাই অভিযুক্ত মিঠুন দেবনাথ এর বিরুদ্ধে পুলিশ এনডিপিএস আইনে মামলা দায়ের করেছে। এর আগে তার বিরুদ্ধে কোনও ধরনের মামলা রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ । পাশাপাশি এই অবৈধ ব্যবসায় মিঠুন দেবনাথ এর সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে সে বিষয়েও তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে বৃহস্পতিবার উদ্ধার হয়েছে প্রায় ৭কোটি ৩ লক্ষ টাকা মূল্যের শুকনা গাঁজা। উদ্ধার করেছে  কুমারঘাট মহকুমা পুলিশ প্রশাসন।

আকর্ষণীয়খবর