আজকাল ওয়েবডেস্ক: নতুন অর্থবর্ষের শুরুতেই কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম।
স্বস্তিতে হোটেল ব্যবসায়ীরা। তবে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারের দাম কমেনি।
শনিবার থেকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ৯১.৫০ টাকা। শনিবার অর্থাৎ ১ এপ্রিল থেকে দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম হল ২,০২৮ টাকা। কলকাতায় দাম হল ২,১৩২ টাকা। মুম্বই ও চেন্নাইয়ে দাম হল যথাক্রমে ১৯৮০ টাকা ও ২১৯২.৫০ টাকা।
গত জানুয়ারিতে বাণিজ্যিক গ্যাস সিলন্ডারের দাম বেড়েছিল ২৫ টাকা। মার্চে তা বাড়ে আরও ৩৫০.৫০ টাকা। আর ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছিল ৫০ টাকা। প্রসঙ্গত, নতুন অর্থবর্ষে পেট্রোলিয়াম কোম্পানিগুলি নতুন দাম ধার্য করে থাকে। এবারও তার ব্যতিক্রম হল না। গেরস্থের রান্নার গ্যাসের দাম কমে কিনা, এখন সেদিকেই নজর।