আজকাল ওয়েবডেস্ক: নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
একথা জানা গিয়েছিল আগেই। এবার জানা গেল, প্রশাসনের প্রতিনিধি হয়েও যোগ দিচ্ছেন না কেউই। যদিও প্রাথমিক ভাবে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন তিনি ওই বৈঠকে হাজির থাকবেন। তবে পরে বদল হয় সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রীর গরহাজিরার কারণে রাজ্যের পক্ষ থেকে তিনজনের নাম পাঠানো হয়েছিল বলেও জানা গিয়েছে। সূত্রের খবর সেই তালিকায় নাম ছিল মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। মোট তিনজনের নাম পাঠানো হয়েছিল।
তবে জানা গিয়েছে, কেন্দ্রের বার্তা অনুযায়ী ওই বৈঠকে মুখ্যমন্ত্রীর উপস্থিতির বিষয়েই জোর দেওয়া হয়েছে। কারণ মুখ্যমন্ত্রী নীতি আয়োগের সদস্য। সেক্ষেত্রে বৈঠকে প্রতিনিধি উপস্থিতির বিষয়ে রাজি হয়নি কেন্দ্র। অর্থাৎ শনিবারের বৈঠকে বাংলার পক্ষ থেকে উপস্থিত থাকছেন না কেউই। উল্লেখ্য, রবিবার সংসদের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানেও তৃণমূল অংশগ্রহণ করছে না।