Amritpal Singh: পাঞ্জাব ছেড়ে হরিয়ানায় গা ঢাকা দিয়েছেন অমৃতপাল! 

আজকাল ওয়েবডেস্ক: স্বঘোষিত গুরু তথা ‘খালিস্তান’ নেতা অমৃতপাল সিং গত শনিবার পাঞ্জাব পুলিশের হাত থেকে পালিয়ে রোববার হরিয়ানাতেই ছিলেন।

গতকাল বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে পুলিশের একাধিক সূত্র। পুলিশ সূত্রে জানা গেছে, রোববার এক সহযোগীর বাড়িতে ছিলেন অমৃতপাল এবং পরের দিন সকালে সেখান থেকে চলে যান। তার সহযোগী বলজিৎ কৌরকে গ্রেপ্তার করা হয়েছে। কৌর পুলিশকে জানিয়েছেন, অমৃতপাল এসেছিলেন আরেক সহযোগী পাপলপ্রীতের সঙ্গে।
এদিকে অমৃতপাল সিংকে ধরতে পুলিশি অভিযানের বিরুদ্ধে তাঁর সমর্থকেরা ব্রিটেনে বিক্ষোভ করেছেন। বুধবার ভারতীয় হাইকমিশনের কাছে বিক্ষোভ করেন তারা। এই সময় হাইকমিশনের উল্টো দিকের রাস্তায় তাদের বাধা দেয় লন্ডন মেট্রোপলিটন পুলিশ। বিক্ষোভকারীরা তখন পুলিশ সদস্যদের লক্ষ্য করে জলের বোতল ও কালি ছোঁড়ে। বুধবার লন্ডনে ভারতীয় হাইকমিশনের সামনে খালিস্তান সমর্থকরা বিক্ষোভ করবে বলে আগেই ঘোষণা করেছিল। বিক্ষোভকারীদের ঠেকাতে লন্ডন পুলিশও প্রস্তুত ছিল। মাউন্টেড পুলিশের পাশাপাশি ২৪টি বাসে করে লন্ডন পুলিশের সদস্যদের সেখানে মোতায়েন করা হয়।

আকর্ষণীয়খবর