Supreme Court: ইডি-সিবিআইয়ের অপব্যবহার, সুপ্রিম কোর্টে কংগ্রেসের নেতৃত্বে ১৪ দল

আজকাল ওয়েবডেস্ক: সুপ্রিম কোর্টে কংগ্রেসের নেতৃত্বে ১৪টি বিরোধী রাজনৈতিক দল।

বিষয় ইডি-সিবিআইয়ের অপব্যবহার। এই প্রথম নয়, এর আগেও একাধিকবার দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছে। তৃণমূল কংগ্রেস থেকে আপ, দলের সুপ্রিমো থেকে নেতা নেত্রীরা একাধিকবার সভা মঞ্চ থেকে সুর চড়িয়েছেন এই বিষয়ে। ভিন্ন ভিন্ন মামলায় তদন্ত চলছে আপের মণীশ সিসোদিয়া, ভারত রাষ্ট্র সমিতির কে কবিতা এবং আরজেডির তেজস্বী যাদবের বিরুদ্ধে। কংগ্রেস, আম আদমি পার্টি, রাষ্ট্রীয় জনতা দল, তৃণমূল কংগ্রেস এবং ডিএমকে সহ চৌদ্দটি রাজনৈতিক দল শুক্রবার দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে। সুপ্রিম কোর্ট এই মামলার শুনানিতে রাজি হয়েছে এবং জানা গিয়েছে ৫ এপ্রিল এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। বিরোধী দলের নেতাদের বারবার গ্রেপ্তার প্রসঙ্গে বিরোধী দলগুলির দাবি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি গ্রেপ্তারির আগে এবং গ্রেপ্তারির পরের যে নিয়মাবলি মেনে চলে, তা লিখিত আকারে প্রকাশ করা হোক। বিরোধী দলের নেতা নেত্রীরা বারবার দাবি করেছেন, গেরুয়া শিবিরে যোগ দিলেই বিশেষ ব্যক্তির বিরুদ্ধে ইডি-সিবিআইয়ের মামলার তদন্ত বন্ধ হয়ে যাবে। মণিশ সিসোদিয়াকে দিল্লি আবগারি মামলায় ইডি-সিবিআই গ্রেপ্তার করার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির বিরুদ্ধে জোরালো কটাক্ষ করেছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। 

আকর্ষণীয়খবর