Sanjay Raut:‌ উদ্ধব শিবিরের সাংসদ সঞ্জয় রাউতকে একে–৪৭ দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি 

আজকাল ওয়েবডেস্ক:‌ শিবসেনা (‌উদ্ধব ঠাকরে শিবির)‌ সাংসদ সঞ্জয় রাউতকে প্রাণনাশের হুমকি দেওয়া হল।

শুক্রবার রাতে ফোনেই নাকি তাঁকে হুমকি দেওয়া হয়। পুলিশে এমনটাই অভিযোগ করেছেন সঞ্জয়। রাউতের দাবি, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম করে শুক্রবার রাতেই তাঁর মোবাইল ফোনে একটি মেসেজ আসে। ইতিমধ্যেই পুলিশ এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। প্রসঙ্গত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এখন পাঞ্জাব জেলে বন্দি।
রাউত বলেছেন, ‘‌ফোনে হুমকি মেসেজ এসেছে। পুলিশকে জানিয়েছি। কিন্তু এই সরকার এই বিষয়ে চিন্তিত নয়। আমাকে আগেও হুমকি দেওয়া হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী একে স্টান্ট বলে মজা করেছেন।’‌ পুলিশ জানিয়েছে, অভিযোগে রাউত বলেছেন, মেসেজে নাকি লেখা ছিল, ‘‌দিল্লিতে দেখা কর। তোকে একে–৪৭ দিয়ে উড়িয়ে দেব। তোরও মুসেওয়ালার মতো অবস্থা করব। সলমন আর তুই ফিক্স।’ ঘটনার তদন্ত করছে পুলিশ। যদিও এই বিষয়ে বড় একটা চিন্তিত নন বলে জানিয়েছেন রাউত। বলেছেন, ‘‌এর আগে যখন নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, তখনও আমি কোনও চিঠি লিখিনি।’‌ 

 


 

আকর্ষণীয়খবর