আজকাল ওয়েবডেস্ক: রবীন্দ্র নজরুল সন্ধ্যা।
আয়োজনে প্রেস ক্লাব, কলকাতা। সংস্কৃতি জগতের বিশিষ্টজনেদের অংশগ্রহণে উজ্জ্বল হয়ে উঠেছিল বুধ সন্ধ্যা৷
অনুষ্ঠানের সূচনা হয় অপূর্ব দাশগুপ্তর গাওয়া 'চির সখা হে ছেড়োনা মোরে' গানটির মাধ্যমে। এরপর একে একে তথাগত সেনগুপ্ত , প্রবুদ্ধ রাহা, দিশা রায়, স্রবন্তী চ্যাটার্জি, শোভনসুন্দর বসু প্রমুখ শিল্পীদের মনোজ্ঞ উপস্থাপনায় অনুষ্ঠানটি এক অন্য মাত্রা পায় ৷ সঞ্চালনায় ছিলেন ঋতুপর্ণা বন্দোপাধ্যায় ৷ অনুষ্ঠান সহযোগিতায় পিকাসো।