Gariahat: ‌‌গড়িয়াহাটে পড়ে রয়েছে ওএমআর শিট, তীব্র চাঞ্চল্য

আজকাল ওয়েবডেস্ক:‌ নিয়োগ দুর্নীতিকাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে।

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে গড়িয়াহাট মোড়ের সামনে থেকে উদ্ধার হল পরীক্ষার বেশ কিছু উত্তরপত্র বা ওএমআর শিট। অভিযোগ, গড়িয়াহাটের একটি বিখ্যাত জুতোর দোকানের সামনে রাস্তায় ওএমআরশিট পড়েছিল। খবর পেয়ে পুলিশ তা উদ্ধার করে নিয়ে যায়। তবে জানা গেছে ওএমআর শিটগুলি কোনও চাকরির পরীক্ষার নয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিদ্যার পরীক্ষার উত্তরপত্র ছিল সেগুলি। পরীক্ষার্থীদের স্বাক্ষরও ছিল ওই শিটে। যদিও এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। 
কোথা থেকে এবং কীভাবে ওএমআর শিটগুলি সেখানে এল তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। পুলিশ তদন্ত করছে। 

আকর্ষণীয় খবর