Mamata Banerjee: জেডিএস নেতা কুমারস্বামীর সঙ্গে সাক্ষাৎ মমতার

আজকাল ওয়েবডেস্ক: অখিলেশ যাদব, নবীন পট্টনায়েকের পর শুক্রবার কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেডিএস নেতা এইচডি কুমারস্বামীর সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

এদিন কালীঘাটে তাঁর সঙ্গে দেখা করেন মমতা। কলকাতায় এসেই মমতার সঙ্গে দেখা করতে যান জেডিএস নেতা। আগামী লোকসভা নির্বাচনে জোটের পাশাপাশি কর্ণাটকের বিধানসভা নির্বাচন নিয়েও আলোচনা হয় দুজনের মধ্যে।

বেশ কিছুক্ষণ বৈঠক করেন তাঁরা। খোশ মেজাজেই ছিলেন দুই নেতা নেত্রী। সূত্রের খবর, কর্ণাটকে বিধানসভা নির্বাচনের আগে সেখানে মমতাকে প্রচারে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন কুমারস্বামী। আর দু মাসের মধ্যেই কর্ণাটকে বিধানসভা নির্বাচন। সেখানে মমতা যাবেন কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে বিজেপিকে হারানোর ব্যাপারে দুজনে একজোট হয়ে লড়বেন সে ব্যাপারে কোনো সন্দেহ নেই।

আকর্ষণীয় খবর