Kunal Ghosh: ২২ লাখি গাড়ির তরজা গড়াচ্ছে আদালতের দিকে, শতরুপ, বিমান ও সেলিমকে আইনি নোটিশ কুণালের 

‌‌আজকাল ওয়েবডেস্ক: এবার ২২ লাখি গাড়ির তরজা গড়াচ্ছে আদালতের দরজার দিকে।

সিপিএম নেতা বিমান বসু, মহম্মদ সেলিম এবং শতরুপ ঘোষকে মানহানির আইনি নোটিশ পাঠালেন তৃণমূল নেতা ও দলের মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর আইনজীবী অয়ন চক্রবর্তী এই নোটিশ পাঠিয়েছেন। 
সম্প্রতি শতরুপের একটি গাড়ি কেনা নিয়ে প্রশ্ন তোলেন কুণাল। তাঁর প্রশ্ন, বিধানসভা নির্বাচনের আগে কসবা কেন্দ্রের সিপিএম প্রার্থী শতরুপ সম্পত্তির হিসাব দিয়েছিলেন ২ লক্ষ টাকা। সেই শতরুপ দু’‌বছরের মধ্যে কীভাবে ২২ লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনলেন সেই প্রশ্ন তোলেন তিনি। পাল্টা জবাবে কুণালকে আক্রমণ করে শতরুপ বলেন, তিনি বাবার টাকায় এই গাড়ি কিনেছেন। পাশাপাশি আরও বেশ কিছু মন্তব্য করেন শতরুপ। 
এর পরেই আইনজীবীর মাধ্যমে শতরুপকে আইনি নোটিশ পাঠালেন কুণাল। তাঁর অভিযোগ, তাঁর বাবাকে অপমান করেছেন শতরুপ। একইসঙ্গে তাঁর দাবি, বিমান বসু বামফ্রন্ট চেয়ারম্যান এবং মহম্মদ সেলিম দলের রাজ্য সম্পাদক। তাঁদের অনুমোদনে পার্টি অফিসে বসে কুৎসা হয়েছে। কুণালের অভিযোগ, এই নেতারা অনুমোদন করেছেন এবং প্রচারে সাহায্য করেছেন। শতরুপের বক্তব্যের ৪৮ ঘন্টা পরেও যেহেতু এই দুই নেতা বক্তব্যের নিন্দা করেননি তাই তাঁরা এই কুৎসার সমর্থক ও পৃষ্ঠপোষক। ফলে ৭২ ঘন্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে তিনি সিভিল বা ক্রিমিনাল আইনে ব্যবস্থা নেবেন। 
এবিষয়ে মহম্মদ সেলিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন তিনি কোনও নোটিশ পাননি।

আকর্ষণীয় খবর