Kolkata: ছাত্রীর যৌন নির্যাতন, কলকাতা-কাণ্ডে যাবজ্জীবন সাজা ২ দোষীর

আজকাল ওয়েবডেস্ক: ঘটনা ৫ বছরের বেশি সময় আগের।

সময়টা ২০১৭। কলকাতার এক বেসরকারি স্কুলে চার বছরের এক ছাত্রীর যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল। ওই মামলায় বুধবারেই দুজনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। এবার ওই দুই দোষীকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিল পকসো আদালত। শুধু কারাদন্ড নয়, ওই নিগৃহীত ছাত্রীকে দিতে হবে বড় অঙ্কের ক্ষতিপূরণ। ওই ছাত্রীকে ৫ লক্ষ টাকা জরিমানা ছাড়াও দুজনকে জরিমানা দিতে হবে ৫০ হাজার করে। তা অনাদায়ে আরও ৬ মাস জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

২০১৭ সালে অভিযোগ ওঠে, কলকাতার এক বেসরকারি স্কুলে, জি ডি বিড়লায় যৌন নির্যাতন করা হয়েছে ছাত্রীর ওপর। সেই সময় শহর উত্তাল হয়েছিল এই ঘটনায়। ওই ঘটনায় শারীরশিক্ষার শিক্ষক অভিষেক রায় এবং মহম্মদ মাফিজুদ্দিন দোষী সাব্যস্ত হয়েছেন বুধবার। পকসো আদালত ওই দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আজ।

আকর্ষণীয় খবর