Twitter: ১ এপ্রিল থেকে লিগাসি ভেরিফায়েড টিক সরাচ্ছে টুইটার!

আজকাল ওয়েবডেস্ক: ফের বড় পদক্ষেপ করছে টুইটার।

 ১ এপ্রিল থেকে লিগাসি ভেরিফায়েড টিক সরাচ্ছে টুইটার। তারা একক ব্যবহারকারীদের এবং সংস্থাগুলিকে তাদের ব্লু টিক ধরে রাখার জন্য ফ্ল্যাগশিপ সাবস্ক্রিপশন প্রোগ্রামে সাইন আপ করতে বলেছে। ইলন মাস্ক টুইটারের দায়িত্ব গ্রহণ করার পর থেকেই একের পর এক সিদ্ধান্ত নিয়ে চলেছে। সংস্থার একাধিক বদল থেকে, কর্মী ছাঁটাই, একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বারেবারে। ব্লু টিক নিয়েও যে সিদ্ধান্ত নেওয়া হবে তা আগেই জানা গিয়েছিল।

এবার লিগাসি ফেরিভায়েড টিক বন্ধ করার কথা জানিয়েছে টুইটার। নিজেদের অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, 'আমরা আমাদের লিগাসি ভেরিফায়েড প্রোগ্রাম বন্ধ করা এবং লিগাসি ভেরিফায়েড চেকমার্কগুলি সরানো শুরু করব। টুইটারে আপনার নীল চেকমার্ক রাখতে, ব্যক্তিরা এখানে টুইটার ব্লু-এর জন্য সাইন আপ করতে পারেন।' তার পরেই একটি লিঙ্ক দেওয়া হয়েছে। সংস্থাগুলি তাদের ভেরিফায়েড করার জন্য কোথায় সাইন আপ করবে, সেই লিঙ্কও দেওয়া হয়েছে। 

আকর্ষণীয় খবর