Death: কক্সবাজারের হোটেলে ভারতীয় পর্যটকের মরদেহ উদ্ধার

‌‌আজকাল ওয়েবডেস্ক:‌ বাংলাদেশের কক্সবাজারে বেড়াতে যাওয়া ভারতীয় নাগরিক কুলালচন্দ্র সিং (৭৪) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।

বুধবার কক্সবাজারের কলাতলীর অস্টার ইকো নামের একটি হোটেলের ৮০৪ নম্বর ঘর থেকে অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, মৃত কুলালচন্দ্র সিং মনিপুরের বাসিন্দা। মঙ্গলবার তিনি পরিবারের সঙ্গে কক্সবাজারে বেড়াতে যান। পুলিশ সুত্রে জানা গেছে, বুধবার রাতে সবাই সৈকতে যান। সেখান থেকে রুমে এসে কুলালচন্দ্র সিং বাথরুমে ঢোকেন। কিন্তু ১ ঘণ্টা পরেও বাথরুম থেকে বের হচ্ছেন না দেখে অন্যরা ডাকতে শুরু করেন। পরে হোটেল কর্তৃপক্ষের সহায়তায় বাথরুমের দরজা ভেঙে তাঁকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে সেখান থেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে ওই পর্যটকের মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি।

আকর্ষণীয় খবর