Saudi Arabia: বড় ছেলেকে যুবরাজ ঘোষণা করলেন আরব আমিরশাহির প্রেসিডেন্ট

‌‌আজকাল ওয়েবডেস্ক:‌ সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তাঁর বড় ছেলে শেখ খালেদ বিন মোহাম্মদ আল নাহিয়ানকে আবুধাবির যুবরাজ ঘোষণা করেছেন।

বুধবার এই সংক্রান্ত ডিক্রি জারি করা হয় দেশটির তরফ থেকে। 
ডিক্রিতে যুবরাজ শেখ খালেদকে আবুধাবির নির্বাহী কাউন্সিলের প্রধান হিসেবেও নিয়োগ করেছেন শেখ মোহাম্মদ।
শেখ মোহাম্মদের বাবা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ১৯৭১ সালে সংযুক্ত আরব আমিরশাহি ফেডারেশন গঠন করেছিলেন। তখন থেকে দেশটির প্রেসিডেন্ট পদ আবুধাবির জন্য সংরক্ষিত আছে।
গত বছরের মে মাসে ভাই মারা যাওয়ার পর ক্ষমতায় বসেন শেখ মোহাম্মদ। এর আগে বেশ কয়েক বছর সংযুক্ত আরব আমিরশাহির যুবরাজ হিসেবে দায়িত্বপালন করেন তিনি।

আকর্ষণীয় খবর