আজকাল ওয়েবডেস্ক: ইলন মাস্কের মালিকানাধীন নিউরালিঙ্ক মানুষের মস্তিষ্কে বিশেষ ধরনের চিপ প্রতিস্থাপনের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার অনুমতি পেয়েছে।
এর ফলে মানুষের মস্তিষ্কে বিশেষ ধরনের চিপ স্থাপনের মাধ্যমে সরাসরি কম্পিউটারের সঙ্গে সংযোগ স্থাপন করা সম্ভব হবে। সম্প্রতি টুইট করে বিষয়টি জানিয়েছে নিউরালিংক।
জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি (এফডিএ) নিউরালিঙ্ককে মানুষের মস্তিষ্কে বিশেষ ধরনের চিপ স্থাপনের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার অনুমতি দিয়েছে। টেসলা, স্পেসএক্স, টুইটারসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের মালিকানার পাশাপাশি এই নিউরালিঙ্কের মালিকও ইলন মাস্ক।
এই প্রযুক্তিতে নিউরালিঙ্কেই প্রথম চিপ বসাতে চলেছে। টুইট করে সংসস্থাটি লিখেছে, তারাই প্রথম এই কাজ করতে চলেছে। তারা আরও বলেছে, ‘আমরা উচ্ছ্বসিত যে, আমরা প্রথমবার মানুষের মস্তিষ্কে চিপ ইমপ্ল্যান্ট তথা স্থাপনের বিষয়ে পরীক্ষা চালানোর জন্য এফডিএ-র অনুমতি পেয়েছি।’ তবে কারা নিউরালিঙ্কের প্রথমবারের ইমপ্ল্যান্টে অংশগ্রহণ করবেন, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।