Nasa: চাঁদে ‌‌৪জি পরিষেবা চালু করতে চলেছে নাসা

‌‌আজকাল ওয়েবডেস্ক:‌ এবার চাঁদের মাটিতে ৪জি মোবাইল পরিষেবা পৌঁছে দিতে চলেছে মার্কিন গবেষণা সংস্থা নাসা।

যার ফলে অদূর ভবিষ্যতে চাঁদে মিলবে হাইস্পিড ইন্টারনেট পরিষেবা। চাঁদের মাটিতে মানুষের পদার্পণের ৫৫ বছর পর ফের পৃথিবীর একমাত্র উপগ্রহটিতে দু’‌জনকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নাসা। যাঁর মধ্যে রয়েছেন একজন মহিলা মহাকাশচারীও। এক সপ্তাহ চাঁদের দক্ষিণ মেরুতে তাঁরা থাকবেন বলে জানা গেছে। তার আগেই অবশ্য চাঁদে ৪জি পরিষেবা চালু হয়ে যাবে। বিখ্যাত ফোন প্রস্তুতকারক সংস্থা নোকিয়ার গবেষণাকারী দল বেল ল্যাবসের সঙ্গে মিলেই চাঁদে ৪জি এলটিই কানেকটিভিটি পৌঁছে দেবে মার্কিন গবেষণা সংস্থাটি। গোটা পরিকল্পনাটি বাস্তবায়িত করতে খরচ হচ্ছে ৩৭০ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে নাসা দিচ্ছে ১৪.১ মিলিয়ন মার্কিন ডলার। জানা গেছে, ধীরে ধীরে চাঁদে ৫জি পরিষেবা চালু করার কথা ভাবা হচ্ছে। 

আকর্ষণীয় খবর